ভারতে শেখ হাসিনার 100 দিন: তিনি কেমন আছেন, সামনে বা কী?


চারতলা বিশিষ্ট পেল্লা বাড়িটি ইনার রিং রোডের ঠিক উপরে, যা ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে প্রদক্ষিণ করে। ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা হল 56 রিং রোড, লাজপত নগর, দিল্লি 110024।


শহরের দক্ষিণাঞ্চলের পাঞ্জাবি অধ্যুষিত এলাকায় এই বাড়িটি দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই! কিন্তু কয়জন জানেন যে প্রায় অর্ধশতাব্দী আগে শেখ হাসিনা যখন প্রথম স্বামী-সন্তান নিয়ে ভারতে আশ্রয় নেন, তখন তার ঠিকানা ছিল রিং রোডের এই ভবনটি?


প্রকৃতপক্ষে, তখন 56 রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি 'সেফ হাউস' বা গোপন গেস্ট হাউস। শেখ মুজিব ঘাতকদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার মেয়ে ও পরিবারকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তাকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে।


কয়েকবার হাত বদলের পর ভবনটি এখন নগরীর একটি ছোট চার তারকা হোটেলে পরিণত হয়েছে। নাম 'হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি'।